Seo Services

Featured Posts

[Blogger][feat1]

Recent Posts

Seo Services

প্যাটার্ন লক খুলুন ১ নিমিষে !!

সোমবার, মার্চ ২৪, ২০১৪
প্যাটার্ন লক খোলার উপায়
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনে ব্যক্তিগত ছবি, ভিডিও, ফেসবুক, ইমেলসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এগুলোর নিরাপত্তার জন্য আমরা ফোনে বিভিন্ন অ্যাপস ও ডিফল্ড সিকিউড সিস্টেম ব্যবহার করে থাকি। এরমধ্যে অন্যতম হচ্ছে প্যাটার্ন লক।
প্যাটার্ন লক, যা সহজে কেউ ভাঙতে পারে না। তবে এতে সমস্যাও রয়েছে। কয়েকবার ভুল প্যাটার্ন দিলে পুরোপুরি লক হয়ে যায় স্মার্টফোনটি। যা ঠিক করার জন্য ব্যবহারকারীকে গুন্তে হয় বেশ কিছু অর্থ। তবে প্যাটার্ন ভুলে গেলে বা ডিভাইস লক হয়ে গেলে কিছু নিয়ম অনুসরণ করলেই তা খোলা সম্ভব।
  • এক্ষেত্রে যদি আপনার ব্যবহৃত স্মার্টফোনে ইন্টারনেট (ডাটা বা ওয়াই ফাই) কানেকশন করা থাকে তাহলে সুবিধা হয়। ইন্টারনেট কানেকশন থাকলে- প্রথমে প্যাটার্ন অপশনে কয়েকবার ভুল প্যাটার্ন দিন। এরপর একটি অপশন আসবে, ‘Forgot Pattern?’ এটাতে ট্যাপ করুণ। ট্যাপ করার পর আপনার ব্যবহৃত গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি-মেইল আইডিতে লগইন করা শেষে আপনাকে নতুন প্যটার্ন লক দিতে বলা হবে। নতুন প্যাটার্ন একটিভ করুণ।
  • অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক খোলার একটাই উপায় থাকে ডিভাইসে ফ্যাক্টরি রিস্টোর করা।
  • প্রথমে ভলিউম আপ কি এবং হোম বাটন চেপে ধরুন।
  • একই সাথে পাওয়ার বাটন চেপে ফোনটি অন করুন। ফোন অন হলে বাটনগুলো ছেড়ে দিন।
  • এবার অ্যান্ড্রয়েড ‘রিকভারি মেনু’ আসবে। এখান থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। এক্ষেত্রে ভলিউম আপ ডাউন বাটনগুলো সিলেকশনের কাজ করবে।
  • এরপর 'নো' এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্যে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।
  • মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনের আগের সব ডাটা ডিলেট হয়ে যাবে।
  • 'factory reset' সম্পন্ন হলে ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।
তবে মনে রাখতে হবে বিভিন্ন ফোন কোম্পানির স্মার্টফোনের 'রিকভারি মেনুতে' যাওয়ার জন্যে উপরে বর্ণিত বাটনগুলো কাজ নাও হতে পারে। তাই আপনাকে অবশ্যই জানা উচিত আপনার ফোনে কিভাবে রিকভারি মেনু আনতে হয়। এজন্য গুগোল বা ইউটিউবের সাহায্য নিতে পারেন।
প্যাটার্ন লক খুলুন ১ নিমিষে !! প্যাটার্ন লক খুলুন ১ নিমিষে !! Reviewed by Bd market on সোমবার, মার্চ ২৪, ২০১৪ Rating: 5

থ্রি জি নেটওয়ার্ক সম্পর্কে কিছু তথ্য !!

রবিবার, মার্চ ২৩, ২০১৪
বর্তমান সময়ে আমাদের দেশে এই শব্দটি বহুলাংশে জনপ্রিয় হয়েছে টেলিটক থ্রি জি এর নতুন সংযোগের মাধ্যমে যদিও এটার সাথে কম বেশী আমরা সবাই পরিচিত ছিলাম । সে যাই হোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই থ্রি জি বলতে কি বুঝায়? থ্রি জি নেটওয়ার্ক হওয়ার শর্ত কি, কার্যপ্রণালী এবং অন্যান্য সুবিধাসমূহ।
থ্রিজি কী?
3G -জি (3G -3rd Generation) প্রযুক্তি একটি ষ্ট্যান্ডার্ড মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম যা International Telecommunication Union (ITU) কর্তৃক নির্ধারিত International Mobile Telecommunication-2000 (IMT-2000) এর শর্তসমূহ পূরণ করে। IMT-2000 ষ্ট্যান্ডার্ড এর প্রধান শর্ত অনুযায়ী এই প্রযুক্তিতে কমপক্ষে 200kbt/s অর্থাৎ প্রায় .2mbit/s গতিতে ডাটা ট্রান্সফারের সুবিধা থাকতে হবে।
থ্রিজি মোবাইল ব্যবহারের সুবিধা:
• 3G মোবাইল প্রযুক্তি অত্যন্ত উচ্চগতি সম্পন্ন ডাটা ট্রান্সফারের  সুবিধা দেয়। ডাউনলিংকের ক্ষেত্রে এই গতি 14mbps এবং আপলিংক এর ক্ষেত্রে 5.8 mbps.
• থ্রি-জি মোবাইলে অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ভয়েজ আদান প্রদানের পাশাপাশি ভয়েজ মেসেজ, টেক্সট মেসেজ, ছবি তোলা, অডিও ভিডিও রেকর্ডিং, হাইস্পীড ইন্টারনেট ব্রাউজিং, গেমিং ইত্যাদি অত্যন্ত প্রয়োজনীয় কিছু সুবিধা পাওয়া যায়।
পূর্বে ৩ মিনিটের একটি গান টু-জি মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে ৬-৯ মিনিট সময় লাগতো, বর্তমানে থ্রি-জি প্রযুক্তির সাহায্যে তা ১১-৯০ সেকেন্ডেই করা সম্ভব।
• 3G মোবাইলের সাহায্যে মোবাইলে টিভি দেখা এবং টেলিকনফারেন্সের সুবিধা ভোগ করা সম্ভব।

থ্রিজি-এর কার্যপ্রণালী:
থ্রি-জি মোবাইল মূলত ৪টি ষ্ট্যান্ডার্ডে কাজ করে যা নিম্নরূপ:
• UMTS (Universal Mobile Telecommunications System): UMTS প্রযুক্তি 3G PP (3rd Generation Partnership Project) ভিত্তিক একটি প্রযুক্তি যা প্রাথমিকভাবে ২০০১ সনে ইউরোপ, জাপান, চায়না প্রভৃতি দেশে চালু হয়। এক্ষেত্রে একই অবকাঠামো ব্যবহার করে বিভিন্ন ধরনের radio interface এর সুবিধা দেয়া হয়; যেমন: -সর্বাধিক ব্যবহৃত Radio interface হচ্ছে W- CDMA-TD-SCDMA রেডিও ইন্টারফেসটি ২০০৯ সালে শুধুমাত্র চায়নায় চালু করা হয়।
-UMTS সিস্টেমের সর্বশেষ সংস্করন HSPA (Hihg Speed Packet Access) সর্বোচ্চ 56mbit/s ডাউনলিংক গতি সরবরাহ করতে পারে।
• 3G P2 ভিত্তিক CDMA2000 পদ্ধতি যা ২০০২ সালে প্রথম IS-95 2G ষ্ট্যান্ডার্ডের অবকাঠামো Sharing এর মাধ্যমে উত্তর আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ায় চালু হয়। সর্বশেষ সংস্করণ EVDO (Evolution Data Optimized) Rev B 14.7Mbit/s ডাউনলিংক গতি প্রদান করে।
• এছাড়াও GSM EDGE মোবাইল ওয়াইম্যাক্স সার্ভিস IMT-2000 এর শর্তাবলী পূরণ করে এবং ITU কর্তৃক থ্রি-জি ষ্ট্যান্ডার্ড হিসাবে স্বীকৃত; তবে এরা প্রচলিত থ্রি জি ব্র্যান্ড নয় বরং সম্পূর্ণ ভিন্ন একটি সিস্টেম।
তথ্যসমূহ ফেসবুক থ্রি জি নামক গ্রুফ থেকে সংগৃহিত।।
থ্রি জি নেটওয়ার্ক সম্পর্কে কিছু তথ্য !! থ্রি জি নেটওয়ার্ক সম্পর্কে কিছু তথ্য !! Reviewed by Bd market on রবিবার, মার্চ ২৩, ২০১৪ Rating: 5

মেমোরি কার্ডের কোন ফাইল ডিলিট করে দেওয়ার পর ও ডাটা সংরক্ষিত থাকে !!

রবিবার, মার্চ ২৩, ২০১৪
একটি মেমোরি কার্ড empty অবস্থায় থাকলে তার যে ওজন হয় সে মেমোরি সম্পূর্ণভাবে পূর্ণ [full] হলে কি তার ওজন বাড়ে? এমন একটা প্রশ্ন হতেই পারে মেমোরি কার্ড থেকে কোনো ফাইল বা ডকুমেন্ট ডিলিট করে ফেললে সেগুলো কোথায় যায়? মূলত মেমোরি কার্ড কিংবা পেনড্রাইভ পূর্ণ অবস্থায় যে ওজনের হয় খালি অবস্থায় একই ওজনের হয়। কোনো কমও না বেশিও না। মেমোরি কার্ড থেকে কোনো ফাইল ডিলিট করলে সেটা আর কোথাও যায় না মেমোরিতেই থাকে। 

একটি মেমোরি কার্ডে মূলত কতগুলো কোডের এক বিশাল সন্নিবেশ থাকে। বেশিরভাগ কার্ডেই থাকে শুন্য এবং এক। বাইনারী সিস্টেম! যখন কোনো খালি মেমোরিতে ভিডিও/ অডিও/ ডকুমেন্ট প্রবেশ করানো হয় তখন শুধুমাত্র বিশাল সন্নিবেশের সংখ্যাগুলোর ক্রমধারা পরিবর্তিত হয়। কোডগুলো যেভাবে সজ্জিত ছিল তার পরিবর্তন হয় শুধুমাত্র- নতুন কোনো কোড ভেতরে আসে না কিংবা কোনো কোড বাইরেও যায় না। ব্যপারটা এমন একটি বইয়ের সবগুলো অক্ষর এলোমেলো করে ফেললে যা দাঁড়াবে সেরকম। অক্ষর এলোমেলো করে সাজালে বইটা আর আগের বই থাকছে না- আবার আরেক দিক থেকে বই বইয়ের মতই আছে। অক্ষর সরে যায় নি, নতুন অক্ষর আসে নি। 
মেমোরি কার্ডের কোন ফাইল ডিলিট করে দেওয়ার পর ও ডাটা সংরক্ষিত থাকে !! মেমোরি কার্ডের কোন ফাইল ডিলিট করে দেওয়ার পর ও ডাটা সংরক্ষিত থাকে !! Reviewed by Bd market on রবিবার, মার্চ ২৩, ২০১৪ Rating: 5

গুগলের সব গুলা ডাটা কোথায় থাকে তার ছবি ও ভিডিও !!

বুধবার, নভেম্বর ০৬, ২০১৩
আপনি যাই সার্চ করুন না কেনো গুগল সাথে সাথে হাজির করে দেবে। তবে এ কাজটি কোনো জাদুবলে যে হয় তা কিন্তু নয়! এরজন্যে রয়েছে গুগলের বিশাল ডাটা সেন্টার যেগুলো চব্বিশঘণ্টা চালু থেকে আপনাকে তথ্য সরবরাহ করে! আসুন দেখে আসি গুগলের ডাটা সেন্টারের কিছু ছবি ও ভিডিও।

Take-a-Look-–-Google-Data-Centre-600x399


ভাবছেন এখানে কোনো রঙয়ের খেলা হচ্ছে! আদতে তা নয়! বিভিন্ন ফাইবার অপটিক্যাল তার দিয়ে তৈরি এই ডাটা সেন্টারের স্পীড আপনার বাড়ির নেট স্পীদের চেয়ে ২০০, ০০০ গুণ বেশী! আর এ কারণেই যেকোনো ডাটা সার্চ দিলেই আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন!

Take-a-Look-–-Google-Data-Centre-2-600x399


১১৫, ০০০ স্কয়ার ফিট জুড়ে অবস্থিত এই ডাটা সেন্টার।

Take-a-Look-–-Google-Data-Centre-3-600x399


আপনি কি ভাবছেন এটা শুধুই জড়ানো প্যাচানো একটা বিল্ডিং! আসলে এটা গুগলের ডাটা সেন্টারের ভিত্তি।
Take-a-Look-–-Google-Data-Centre-4-600x399


ডাটা সেন্টারের ভেতরে আরও একটি ছবি। এটি ডাটা সেন্টারের ভেতরের পরিবেশ ঠাণ্ডা রাখতে সহায়তা করে।

Take-a-Look-–-Google-Data-Centre-5-600x399


এটা গুগল ডাটা সেন্টারের পানি সাপ্লাইয়ের স্থান। নীল পাইপ দিয়ে ঠান্ডা পানি যায় এবং লাল পাইপ দিয়ে গরম পানি যায়।

1

যখন সবগুলো নীল রঙয়ের LED লাইট জ্বলতে থাকে তখন সবই ঠিক আছে ধরা হয়। ব্যতিক্রম হলেই কিছু গণ্ডগোল হয়েছে মনে করা হয়, তখন চেক করে দেখা হয় কি হয়েছে।

3


এখানে গুগল তার ডাটাগুলোর ব্যাকাপ রেখে দেয়, এবং এখানে বিভিন্ন ডিস্ক লোড আনলোড করার জন্য গুগল তাঁর নিজস্ব রোবোট ব্যবহার করে।

5

এখানে প্রায় ৯০০, ০০০ লিটার পানির ব্যবস্থা রয়েছে। এটা গুগলের ডাটা সেন্টারকে ঠাণ্ডা রাখতে ব্যবহৃত হয় ।
গুগলের একজন কর্মচারী মাইক বাহামাকে দেখা যাচ্ছে একটি মাদারবোর্ড ঠিক করতে। যদি এটা ঠিক করা সম্ভবপর না হয় তবে গুগল এটিকে রিসাইকেল সেন্টারে পাঠিয়ে দেবে।
গুগলের ডাটা সেন্টার নিয়ে নির্মিত নীচের ভিডিওটি দেখুন:

গুগলের সব গুলা ডাটা কোথায় থাকে তার ছবি ও ভিডিও !! গুগলের সব গুলা ডাটা কোথায় থাকে তার ছবি ও ভিডিও !! Reviewed by Bd market on বুধবার, নভেম্বর ০৬, ২০১৩ Rating: 5

৮ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাব আনতে যাচ্ছে গুগল !!

বুধবার, নভেম্বর ০৬, ২০১৩
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কিটক্যাট সংস্করণনির্ভর পাঁচ ইঞ্চি মাপের নেক্সাস ৫ স্মার্টফোনের পর এবারে আট ইঞ্চি মাপের ট্যাবলেট আনতে পারে গুগল। সম্প্রতি গুগল অ্যান্ড্রয়েডের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে আট ইঞ্চি ট্যাবলেটের একটি ছবি প্রকাশিত হয়। পরে এ ছবি সরিয়ে ফেলে গুগল।
নেক্সাস ৮ ট্যাবটি তৈরি করছে বিশ্বের তৃতীয় শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা এলজি। ভি ৫১০ মডেলের এ স্মার্টফোনটির বিস্তারিত তথ্য অবশ্য প্রকাশ করেনি এলজি। এর আগে নেক্সাস ৪ ও নেক্সাস ৫ স্মার্টফোন নির্মাতা হিসেবে এলজি পরিচিতি পেয়েছে।
বাজারে দীর্ঘদিন ধরেই নেক্সাস ৮ ট্যাবলেট বিষয়ে গুঞ্জন রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে এ ট্যাবটি নিয়ে বিভিন্ন সময় তথ্য প্রকাশিত হলেও এ বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কখনও কিছু জানায়নি। এবারই প্রথম গুগলের সাইটে ছবি প্রকাশ পেল এ ট্যাবের।
এদিকে বাজার বিশ্লেষকেরা বলছেন, ৮ ইঞ্চি মাপের ট্যাবলেটের বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। অ্যাপলের ৭,৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনি, স্যামসাংয়ের ৮ ইঞ্চি মাপের দুটি মডেলের ট্যাবলেট বাজারে রয়েছে। এ ছাড়াও ৮.৩ ইঞ্চি মাপের নিজস্ব ব্র্যান্ডের ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই ১০ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাব ঘোষণা দেবে গুগল। এ ট্যাবটির সঙ্গে ভুল করে ওয়েবসাইটে প্রকাশিত ছবির অনুরূপ ৮ ইঞ্চি মাপের আরেকটি ট্যাবের ঘোষণাও আসতে পারে।
৮ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাব আনতে যাচ্ছে গুগল !!  ৮ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাব আনতে যাচ্ছে গুগল !! Reviewed by Bd market on বুধবার, নভেম্বর ০৬, ২০১৩ Rating: 5

অবিশ্বাস্য ও রহস্যজনক কিছু ছবির কথা না দেখলে নয় !!

বুধবার, নভেম্বর ০৬, ২০১৩
পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান ঘটনা সাক্ষী হিসেবে সেসব ঘটনার কিছু স্থির চিত্র রয়ে যাচ্ছে, আজ আমরা আপনাদের অবিশ্বাস্য কিছু ঘটনার ছবির বিষয়ে জানাব।
Unbelievable-Photos-1
অবিশ্বাস্য প্রথম ছবিঃ এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অগ্নি কুণ্ডলীর ছবি যেখানে আগুনের ধোঁয়াটি অনেকটাই বিশাল এক দানবের মত রূপ নিয়েছে। ধোঁয়ার কুণ্ডলীর ফাঁক দিয়ে আগুনের আভা দেখা যাচ্ছে যা অনেকটাই অগ্নি দানবের চোখের মতোই।
Unbelievable-Photos-2
অবিশ্বাস্য দ্বিতীয় ছবিঃ এটি একটি দ্বীপকে ঘিরে আকাশে খেলা করা একটি মেঘের অবস্থান দেখাচ্ছে , দেখে মনে হচ্ছে ঐ দীপে সত্যিকারের মেঘ দূতের আবির্ভাব হয়েছে।
Unbelievable-Photos-4

অবিশ্বাস্য তৃতীয় ছবিঃ এখানে দেখুন একদল পর্যটক জাহাজের উপর থেকে সাগরে কত কাছ থেকে তিমি দেখছে। তিমি টি খেলা করতে করতে দর্শনার্থীদের খুব কাছে চলে এসেছে ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তিমিটি এতই বিশাল যে এর সামান্য নড়া চড়ায় সম্পূর্ণ জাহাজ দুমড়েও যেতে পারে।
Unbelievable-Photos-5

অবিশ্বাস্য তৃতীয় ছবিঃ এটি একটি পারমাণবিক চুল্লীর ছবি এটি আকাশ থেকে তোলা হয়েছে এখানে পারমাণবিক চুল্লীর নির্গত ধোঁয়া এবং মেঘ মালা একই সাথে মিশে যাচ্ছে এবং তৈরি করেছে অসাধারণ এক আবাহ!
Unbelievable-Photos-6-387x600

অবিশ্বাস্য পঞ্চম ছবিঃ এটি একটি দ্বীপে অবস্থিত বিশাল খাড়া উঁচু পাহাড়। সম্পূর্ণ পাহাড়টি পাথরের। ঠিক ভাবে খেয়াল করে দেখলে দেখবেন পাহাড়ের চূড়াতে এক ব্যাক্তি সাইকেল নিয়ে কসরত করছেন। বিষয়টি যতই সোজা মনে হোকনা কেন ঐ সাইকেল আরোহীর বুকের পাটা আছে বলতেই হবে

Unbelievable-Photos-8

অবিশ্বাস্য ষষ্ঠ ছবিঃ এটি একটি হেলিকপ্টার উড্ডয়নের মোহড়া। ৪টি হেলিকপ্টার উড়তে উড়তে এতই কাছা কাছি চলে এসেছিল যে এরা নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সাথে ভয়ংকর সংঘর্ষে জড়িয়ে যায়।

Unbelievable-Photos-9

অবিশ্বাস্য সপ্তম ছবিঃ ছবিটি একটি ফটোগ্রাফির কারসাজি! দেখে মনে হচ্ছে এক লোক দাড়িয়ে আছে তবে ঠিক ভাবে খেয়াল করতে এটি অদৃশ্য মনে হবে।
Unbelievable-Photos-11 (1)

অবিশ্বাস্য অষ্টম ছবিঃ এটি একটি কোরিয়ান বাহিনীর মার্চ পাসের ছবি। ছবিটি দেখে বুঝা যাচ্ছে সামরিক বাহিনীর ছন্দ এবং নিমন তান্ত্রিকতা কতটা প্রবল!
Unbelievable-Photos-12


অবিশ্বাস্য নবম ছবিঃ এটি একটি বিমানের রান ওয়ে ছেরে ট্রাফিক রাস্তায় অবতরণের ছবি। এটি দেখে অনেকেই ভাবতে পারেন এটি কি করে সম্ভব? হ্যাঁ এটি সম্ভব হয়েছে, এটি একটি বিমানের যান্ত্রিক ত্রুটিতে জরুরী অবতরণের দৃশ্য।

Unbelievable-Photos-14


অবিশ্বাস্য দশম ছবিঃ এটি একটি যুদ্ধ জাহাজ থেকে যুদ্ধ মোহড়া চলাকালে কামানের গোলার নিক্ষেপণের দৃশ্য।
Unbelievable-Photos-16-349x600


অবিশ্বাস্য একাদশ ছবিঃ এটি একটি পাহাড়ের ছবি দেখে মনে পড়ছে বিখ্যাত আভাতার ছবির কথা? হ্যাঁ ঐ ছবিতে পরিচালক জেমস ক্যামেরুন এমন কিছু পাহাড় ব্যবহার করেছিলেন।
Unbelievable-Photos-18-408x600


অবিশ্বাস্য দ্বাদশ ছবিঃ প্রথম দেখে সবার মনে হবে এটি একটি এঁকে বেঁকে চলে আসা সাপের ছবি! আসলে না এটি একটি নদী। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখুন!
অবিশ্বাস্য ও রহস্যজনক কিছু ছবির কথা না দেখলে নয় !! অবিশ্বাস্য ও রহস্যজনক কিছু ছবির কথা না দেখলে নয় !! Reviewed by Bd market on বুধবার, নভেম্বর ০৬, ২০১৩ Rating: 5

জেনে নিন গুগোলের সেরা ৯টি আবিষ্কার!

বুধবার, অক্টোবর ০২, ২০১৩
গুগোল চেনেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তবে অনেকেই জানেন না গুগোলের যুগান্তকারী বেশ কিছু আবিষ্কারের কথা, যা আমাদের লাইফ স্টাইলে অনেক পরিবর্তন এনেছে। চলুন জেনে নিই গুগোলের ৯টি আবিষ্কারের কথা।

Google

গুগোল গ্লাসঃ

গুগোলের বিখ্যাত সব আবিষ্কারের মাঝে গুগোল গ্লাস বিশেষ উল্লেখযোগ্য। এর সাহায্যে ছবি তোলা, ভিডিও ধারণ, ম্যাপ দেখা, কল করা, ইমেইল পড়া, ম্যাসেজ আদান-প্রদান করা সহ নানান কাজ করা সম্ভব। গুগোল গ্লাস এখন গ্রাহকদের কাছে Science Fiction হিসেবে কাজ করছে। অনেকেই এর ব্যবহারে অবাক হচ্ছেন প্রতিনিয়ত।
Rosa Golijan wears Google Glass on Tuesday, April 30, 2013.

ইন্টারনেট বেলুনঃ

গুগোলের আরেকটি প্রধান আবিষ্কার হচ্ছে ইন্টারনেট বেলুন। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশ সমূহের জন্য গুগোল এই বেলুনের মাধ্যমে 3G গতির মত দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পেরেছে। ইন্ডিয়া সহ অনেক গরীব দেশের জনগণ সরাসরি এই ইন্টারনেট বেলুনের সুবিধা উপভোগ করেছে।
balloon 1

Chrome বুকঃ

ইন্টারনেট কোম্পানি হিসেবে গুগোল Chrome বুক বাজারে নিয়ে আসে যা প্রজন্মকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে অত্যন্ত গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য সকল ল্যাপটপের তুলনায় গুগোল Chrome বুক ল্যাপটপের দাম বেশ কম। এতে Mac কিংবা Windows এর অ্যাপ সাপোর্ট করেনা। তবে সম্প্রতি গুগোল ১৩৯৯ ডলারের Chrome বুক বাজারে এনেছে যা ম্যাক বুকের মতোই কাজ করতে সক্ষম!
chromebook-series-5

গুগোল গাড়িঃ

গুগোলের আরেকটি অসাধারণ উদ্ভাবন হচ্ছে গুগোল কার, যা গুগোল ম্যাপের সাহায্যে চলে এবং এতে কোন ড্রাইভারের প্রয়োজন হয় না! ইতোমধ্যে গুগোলের এই আত্মনির্ভরশীল গাড়ি বাজারে বেশ সাড়া জাগাতে পেরেছে।
Google-Self-Driving-car

গুগোল Moto X মোবাইলঃ

গুগোল এবং মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান Motorola মিলে তৈরি করেছে Moto X মোবাইল যা অন্যান্য সকল স্মার্টফোনের সাথে পাল্লা দিয়ে বাজারে চলছে। এটি দামে যেমন সস্তা, একই সাথে এতে রয়েছে বিশেষ প্রযুক্তির প্রসেসর। এই স্মার্টফোনের বিশেষত্ব হচ্ছে এটি মালিকের কথা বুঝতে পারে! অর্থাৎ আপনি যখনই একে যে নির্দেশ দিবেন, এটি তা তাৎক্ষণিক পালন করবে। এমনকি মোবাইল যদি বন্ধও থাকে, তাও এটি মালিকের নির্দেশ পালন করে কর্মকাণ্ড চালাতে পারে।
google-moto-x-150713

Google Street View:

গুগোলের Street View প্রকল্প প্রথম চালু হয় ২০০৭ সালে। সেই থেকে এটি সমানে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। Street View দিয়ে গুগোল তার ব্যবহারকারীদের ইচ্ছেতে দেখতে চাওয়া বিশেষ কিছু জায়গার সরাসরি দৃশ্য ম্যাপ আকারে দেখায়। এক্ষেত্রে ব্যবহারকারীরা যদি চায় তবে red/cyan glasses দিয়ে ঐ সব স্থানের 3D দৃশ্য দেখতে পাবেন।
google-street-view

গুগোল ফাইবারঃ

গুগোল প্রথম কোন কোম্পানি যারা সাধারণ গ্রাহকদের মাঝে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সরাসরি ইন্টারনেট পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। গুগোল আমেরিকার Missouri, Texas এবং Utah অঞ্চলে মাত্র ৭০ ডলারের বিনিময়ে ১TB ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে এবং ৫ Mbps গতির ইন্টারনেট সংযোগ মাত্র ২৫ ডলারে পাওয়া যাচ্ছে ১২ মাসের জন্য!
g-fiber-feature

এন্ড্রয়েডঃ

গুগোলের প্রধান ও অন্যতম আবিষ্কার হচ্ছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছে গুগোলের এন্ড্রয়েড। বিখ্যাত অনেক স্মার্টফোন কোম্পানি তাদের সেটে গুগোলের এন্ড্রয়েড ব্যবহার করছে। এন্ড্রয়েড বাজারে আসার কিছুদিনের মাঝেই এর সহজ এবং সাশ্রয়ী ভূমিকার কারণে দ্রুত জনপ্রিয়তা পেতে থাকে। বর্তমানে Samsung, Huawei, ZTE, Micromax এবং Xiaomi সহ অনেক স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এন্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
Android logo_0

গুগোল স্মার্ট ঘড়িঃ

গুগোলের আবিষ্কারের শেষ নেই, স্মার্ট গড়ি গুগোলের তেমনি একটি যুগান্তকারী আবিষ্কার। গুগোলের তৈরি স্মার্ট ঘড়ি স্মার্টফোনের সাথে সংযুক্ত করে সহজেই এর মাধ্যমে ইমেইল আদান- প্রদান সহ ম্যাসেজ এবং ফোন কল করা সম্ভব। তুলনা করতে গেলে স্মার্ট ঘড়ির সাথে অনেকটাই মিলে যায় গুগোল গ্লাস। এদিকে গুগোলের স্মার্ট ঘড়ি তৈরির পর অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন Samsung, Sony, Pebble ইত্যাদি তাদের ব্র্যান্ডের স্মার্ট ঘড়ি তৈরি করছে।
Google-Smart-Watch
জেনে নিন গুগোলের সেরা ৯টি আবিষ্কার! জেনে নিন গুগোলের সেরা ৯টি আবিষ্কার! Reviewed by Bd market on বুধবার, অক্টোবর ০২, ২০১৩ Rating: 5

নিয়ে নিন অ্যান্ড্রয়েড ব্যাকআপ সফটওয়্যার- স্ন্যাপপি

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি ভাল ডিভাইস ম্যানেজার খুঁজে পেতে অনেকেই হিমশিম খেয়ে যান। এর জন্য আসলে তাদের দোষ দেয়া যায় না। অনেক স্মার্টফোন কোম্পানির নিজস্ব ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকলেও সেগুলো ততটা ইউজার ফ্রেন্ডলি ও কাজের না যেমন- স্যামসাং এর কাইজ। তাই আজকে আমরা একটি অসাধারণ ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করব নাম নাম স্ন্যাপপি(SnapPea)।
স্ন্যাপপি আসলে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার যা দিয়ে আপনি পিসি দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজ করা,ব্যাকআপ রাখা,ফাইল ম্যানেজমেন্টসহ আরো অনেক কাজ অনেক সহজে করতে পারবেন। চলুন তার আগে দেখে নেই কিভাবে আপনি স্ন্যাপপি ইন্সটল করবেন।

ইন্সটলেশন ও কানেকশনঃ
a
প্রথমে স্ন্যাপপি ওয়েবসাইটে গিয়ে আপনার পিসিতে স্ন্যাপপি সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তবে শুধুমাত্র পিসিতে ইন্সটল করলেই হবে না আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসেও স্ন্যাপপি অ্যাপস ইন্সটলড থাকতে হবে। গুগল প্লে স্টোর থেকে সেটিও ইন্সটল করে নিন। তবে আপনি যদি ট্যাবলেট ইউজার হন তাহলে আরেকটি ওয়েবসাইট থেকে আপনাকে এর এপিকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
a
এখন স্ন্যাপপির সাথে কানেক্ট করতে হলে আপনার ডিভাইসকে ইউএসবি ডিবাগিং মোডে পিসির সাথে সংযুক্ত করতে হবে। কিভাবে তা করতে হয় তা না জানলে পিসির অ্যাপ্লিকেশনটি দেখুন। সেখানে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সনের জন্য কানেক্ট করার পদ্ধতি দেখানো আছে।
a
এরপর পিসির স্ন্যাপপি সফটওয়্যার চালু করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। তাহলেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস পিসির স্ন্যাপপি সফটওয়্যারটির সাথে কানেক্ট হয়ে যাবে।
চলুন এখন দেখি আপনি কি কি করতে পারবেন
১. অ্যাপস ব্যাকআপ ও ম্যানেজমেন্টঃ আপনি স্ন্যাপপি দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেস্কটপে ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করতে পারবেন। এছাড়া অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সহজে ডিলিট করা,অ্যাপ্লিকেশন ডাটা ইন্টারনাল মেমরি থেকে এসডি কার্ডে কপি করার মতো বেসিক কাজগুলো সহজেই করে ফেলা যায়। প্রশ্ন করতে পারেন যে, এগুলো তো অ্যান্ড্রয়েড ফোন থেকেও করা যায়। হুম, তা যায়। তবে স্ন্যাপপি দিয়ে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন একই সাথে ম্যানেজ করতে পারবেন যা ডিভাইসে বেশ সময় সাপেক্ষ ব্যাপার।
a
এছাড়া অ্যাপ্লিকেশনের ব্যাকআপ রাখতেও আপনি স্ন্যাপপি ব্যবহার করতে পারেন। এতে ডিভাইসে কোন অ্যাপস আপডেট করার পর তা ঠিকমতো কাজ না করলে আপনি ব্যাকআপ করে রাখা এপিকে দিয়েই অ্যাপস আবার রিস্টোর করতে পারবেন।
২. মিডিয়া ব্যাকআপঃ অ্যান্ড্রয়েড ডিভাইসে আমরা অধিকাংশ সময়েই বিভিন্ন গান,মিউজিক ভিডিও এমনকি মুভিও সংরক্ষণ করি। এসব মিডিয়া ফাইলগুলো ব্যাকআপ,ডিভাইসে সিঙ্ক করতে আপনি স্ন্যাপপি ব্যবহার করতে পারেন। আইটিউনসের মিউজিকগুলোও আপনি আপনার ডিভাইসে এটি দিয়ে সিঙ্ক করতে পারবেন।
a
৩. কন্ট্যাক্টস ম্যানেজমেন্টঃ আর দশটা ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মতো স্ন্যাপপি দিয়েও আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট,এসএমএস এর ব্যাকআপ রাখতে পারবেন, কন্ট্যাক্ট লিস্ট এডিট করতে পারবেন এবং পিসি থেকে এসএসএম লিখে তা সেন্ড করতে পারবেন।
a
৪. ডিভাইস স্ক্রিনশট ও স্ক্রিন রেপ্লিকেশনঃ স্ন্যাপপি আরেকটি মজার ব্যাপার হলো এটি দিয়ে ডিভাইসের স্ক্রিনশট নেবার পাশাপাশি আপনি আপনার ডিভাইসের স্ক্রিনকে পিসিতেও দেখতে পারবেন। অর্থাৎ আপনি স্ন্যাপপি দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস পিসি থেকেই চালাতে পারবেন। তবে এই প্রক্রিয়া কিছুটা ধীরগতির তাই পিসি থেকে ডিভাইসের গেমস খেলার কথা আপাতত চিন্তা না করাই ভাল।
a
অনেক সময়ে ডিভাইস ফরম্যাট ও ফ্যাক্টরি রিসেট দেবার দরকার হতে পারে এবং এরপর ডিভাইস থেকে আপনার অনেক প্রয়োজনীয় ফাইল,কন্ট্যাক্ট লিস্ট ও অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন মুছে যেতে পারে। তাই বিড়ম্বনা থেকে বাঁচতে স্ন্যাপপি ব্যবহার শুরু করে দিন। সহজ এবং এর বিভিন্ন সুবিধার কারণে স্ন্যাপপি এরই মধ্যে সেরা ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে জায়গা করে নিয়েছে।
নিয়ে নিন অ্যান্ড্রয়েড ব্যাকআপ সফটওয়্যার- স্ন্যাপপি নিয়ে নিন অ্যান্ড্রয়েড ব্যাকআপ সফটওয়্যার- স্ন্যাপপি Reviewed by Bd market on বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩ Rating: 5

!! সনি প্রস্তুত করছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট !! না দেখলে চরম ভাবে মিস করবেন @@@@@@

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩
অকুলাস রিফট হল একটি ভার্চুয়াল হেড-মাউন্টেড ডিসপ্লে যার বর্তমানে উন্নয়নের কাজ চলছে। ডিভাইসটি প্রস্তুত করছে অকুলাস ভিআর নামের একটি প্রতিষ্ঠান। বর্তমানে এর ডেভেলপার কিটস বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে যদিও ডিভাইসটি বর্তমানে উন্নয়নের পথে এবং এখন পর্যন্ত সম্পূর্ণও কার্যক্ষম নয় তবে ৩০০ ডলারের বিপরীতে এটিই সবচেয়ে উন্নতমানের ভার্চুয়াল রিয়ালিটি প্রদান করতে সক্ষম। আর প্লে-স্টেশন নির্মাতা সনি এই নতুন ডিভাইসের চাহিদা বুঝতে পেরে বর্তমানে তাদের প্লে-স্টেশন ৪ এর জন্য ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট প্রস্তুত করছে।
Oculus-Rift-1[1].jpg
তবে ব্যাপারটি সহজ নয়। যদিও অকুলাস রিফট তার ব্যবহারকারীকে কিছুটা ভার্চুয়াল রিয়ালিটি প্রদান করতে সক্ষম হয় কিন্তু এর প্রধান জনপ্রিয়তা পাওয়ার কারণ হল এর মূল্য এবং সহজ কনফিগারেশন। একটা সময় ছিল যখন কিনা সেগা তাদের জেনেসিস এর জন্য ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট প্রস্তুতের চেষ্টা করেছিল এবং তা প্রায় ২০ বছর আগের ঘটনা। নিন্টেন্ডো প্রস্তুত করেছিল ভার্চুয়াল বয় যা অধিক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এগুলো কোনটিই সত্যিকার ভার্চুয়াল রিয়ালিটি প্রদান করতে পারেনি। এ ক্ষেত্রে অকুলাস রিফট প্রমান করেছে যে প্রায় সক্ষম একটি ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইস গ্রাহক পর্যায়ে বাজারজাত করা সম্ভব। আর সনি তাদের প্লে-স্টেশন নিয়ে ব্যাপক সফলতার পর এখন তাই পরিকল্পনা করছে তাদের প্লে-স্টেশনের জন্য একটি ভার্চুয়াল হেডসেট প্রস্তুত করার।
216[1].jpg
ইউরোগেমার সোর্সেস এর মতে, সনি ২০১৪ সালে বাজারজাত করার লক্ষ্যে এই হেডসেট প্রস্তুত করছে এবং এটি অকুলাস রিফটের মতনই কাজ করবে। বর্তমানে হেডসেটটি পরীক্ষা করা হছে ড্রাইভক্লাবে যেখানে খেলোয়াড়রা একটি গাড়ির ভিতরের চারিদিকে তাকাতে পারবে। রিপোর্টটি বিশ্বাসযোগ্য হবার কারণও আছে, যেহেতু ড্রাইভক্লাবের প্রস্তুতকারক ইভল্যুশন স্টুডিওস ২০০৮ সাল থেকে থ্রিডি সফটওয়্যার নিয়ে কাজ করছে। হেডসেটটি এবছর গেমসকম এই উন্মুক্ত হবার কথা ছিল। তবে দুর্ভাগ্যবশত তা হয়নি।
sony-hmz-t3[1].jpg
আর যদি সনির এই হেডসেট কাজ নাও করে সনি তাদের প্লে-স্টেশনকে অকুলাস রিফটে চলার উপযোগী করে তুলতে পারবে। যার ফলে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে। একই কাজ করতে পারে অ্যাপল, মাইক্রোসফট, গুগল এবং নিন্টেন্ডো প্ল্যাটফর্ম। তবে সনি যদি নিজের প্রস্তুতকৃত হেডসেট বের করতে পারে তবে তা হবে সনিরই লাভ। কারণ এর ফলে প্লে-স্টেশন ৪ অন্য ডিভাইসগুলোর চেয়ে এগিয়ে থাকবে।
সনি ইতোমধ্যে পিএস৪ এর সাথে গেম খেলার উপযোগী ডিজিটাল মিডিয়া রিসিভার পিএস ভাইটা এর ঘোষণা করে এক্সবক্স ওয়ানের চেয়ে এগিয়ে আছে। আর যদি সনি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ও প্রদান করতে পারে তবে তা গ্রাহকদের উল্লেখযোগ্য হারে আকর্ষণ করবে। বিশেষ করে যদি প্রশ্ন করা হয় 'আপনি কি এক্সবক্স ওয়ানের মাধ্যমে শুধু টিভিতে গেম খেলবেন নাকি পিএস৪ এর মাধ্যমে গেমের ভিতরের জগতে যাবেন?'এমন। গেমিং ইন্ডাস্ট্রিতে এর চেয়ে আকর্ষণীয় আর কিছু থাকবে না।
!! সনি প্রস্তুত করছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট !! না দেখলে চরম ভাবে মিস করবেন @@@@@@ !! সনি প্রস্তুত করছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট !! না দেখলে চরম ভাবে মিস করবেন @@@@@@ Reviewed by Bd market on বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩ Rating: 5

৯৯ ডলার দিয়ে আইফোন আসছে !! আজ অ্যাপল ইভেন্টঃ আসতে পারে স্বল্প মূল্যের আইফোন ৫সি'র ঘোষণা !!

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৩
অ্যাপলের নতুন ডিভাইস ঘোষণার ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বাংলাদেশ সময় রাত ১১ টায়। বিগত কয়েক মাস ধরে চলতে থাকা নানা গুজবের অবসান ঘটতে যাচ্ছে অ্যাপলের এই ইভেন্টের মাধ্যমে। কি ঘোষণা করা হবে আজকের এই ইভেন্টে? এছাড়া আজকে ছাড়াও আগামীকাল অ্যাপল চায়নায় একটি ইভেন্ট ঘোষণা করেছে। সেই ইভেন্টেই বা কি ঘোষণা করবে অ্যাপল? আসলেই কি সকল গুজবের অবসান হচ্ছে আজকে নাকি আরও কিছু বাকি রয়ে যাবে। আজকের ইভেন্টে অ্যাপল কি ঘোষণা করতে পারে এবং কি ঘোষণা করতে না পারে তা নিয়ে প্রিয় টেকের এই পোস্ট-
Apple event.PNG

আইফোন ৫এস এবং আইফোন ৫সি

বর্তমানে সবচেয়ে বেশি চলতে থাকা গুজব হল এটি। বিগত প্রায় কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে যে অ্যাপল এবার আইফোন ৬ বাজারে না এনে ঘোষণা করবে আইফোন ৫এস। ইন্টারনেটে পাওয়া গেছে নানা ছবি, কেসিং তথ্য প্রভৃতি। শোনা যাচ্ছে অ্যাপল তাদের নতুন এই ফোনে রাখবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও। আর বরাবরের মত অ্যাপলের এই নতুন ফোন হবে আগের তুলনায় প্রায় দ্বিগুণ শক্তিশালী।
iphone-5c-21_0[1].png
আইফোন ৫এসের পাশাপাশি এবার অ্যাপল ঘোষণা করতে পারে আইফোন ৫সি যা কিনা মূলত একটি স্বল্পমূল্যের আইফোন। আইফোন ৫সি এর কেসিং এর ছবি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে বিগত কয়েক মাস ধরে। মূল্য নিয়ে করা হয়েছে নানা আলোচনা। কেউ বলেছে এর মূল্য হবে ৯৯ ডলার অপরদিকে কেউ বলেছে এর মূল্য হবে ৩০০ ডলারের আসেপাশে। তবে যাই হোক না কেন অ্যাপল যে আইফোন ৫সি ঘোষণা করছে তা মোটামটি নিশ্চিত বলা যায়। প্লাস্টিকে গড়া এই ফোনের হার্ডওয়্যার কি হবে এটি নিয়েও আছে নানা প্রশ্ন। তবে অ্যাপলের অন্যান্য সকল ডিভাইসে যেখানে একটি কম মূল্যের সংস্করণ আছে সেখানে এটি শুধু সময়েরই ব্যাপার ছিল।

আইওএস ৭

redesign_ios7_lightdark2[1].png
গত জুন মাসে অ্যাপল প্রথম ঘোষণা করে তাদের নতুন আইওএস ৭ অপারেটিং সিস্টেম। সম্পূর্ণও নতুন ভাবে গড়ে তুলা এই অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ ডেভেলপাররা পেয়ে চলছে গত জুন থেকেই। আজকে অ্যাপল এর কনজিউমার সংস্করণ ঘোষণা করবে রিলিজের তারিখ ঘোষণা করবে আশা করা যায়। এছাড়া নতুন আইফোনগুলোও এই সংস্করণেই যে বাজারে আসবে তা ধারনা করা যায়।

আইটিউনস রেডিও

Screen-Shot-2013-06-11-at-12.50.25-AM[1].png
আইটিউনসের নতুন সংস্করণের মাধ্যমে অ্যাপল তাদের গ্রাহকদের প্রদান করবে আইটিউনস রেডিও সুবিধা। আইওএস ৭, অ্যাপল টিভি প্রভৃতির মাধ্যমে এই সুবিধা উপভোগ করা যাবে। বিজ্ঞাপন সহ এই সুবিধাটি ফ্রি হলেও অ্যাপল বাৎসরিক ২৪.৯৯ ডলারের বিনিময়ে বিজ্ঞাপনমুক্ত সার্ভিসও প্রদান করবে এটির।

অ্যাপল টিভি আপডেট

step1-appletv-hero.png
বর্তমানে ডিজিটাল মিডিয়া রিসিভার ডিভাইস বাজারে রয়েছে ব্যাপক প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অ্যাপল ঘোষণা করতে পারে অ্যাপল টিভি এর নতুন আপডেট যা কিনা আইটিউনস রেডিও সমর্থন করবে।

আইপড আপডেট

iPodNano7.101212.001[1].jpg
গত বছরই যেখানে নতুন আইপড ঘোষণা করা হয়েছে সুতরাং এ নিয়ে বেশি কিছু আশা করা যায় না। তবে ধারনা করা হচ্ছে অ্যাপল আইপডের জন্য কিছু আপডেট ঘোষণা করবে এবং নতুন রঙের আইপড ও উন্মুক্ত করবে।

যা ঘোষণা করবে না

apple-ipad-mini-pr[1].jpeg
যদিও অ্যাপল বর্তমানে আইপ্যাড প্রস্তুত করছে। আর এর প্রমান স্বরূপ আমরা ইতোমধ্যে নানা ছবিও দেখতে পেরেছি তবে আজ অ্যাপল আইপ্যাড এর নতুন সংস্করণ ঘোষণা করবে আশা করা যায় না। অ্যাপল অন্য কোন আলাদা ইভেন্টে এটি ঘোষণা করবে ধারনা করা যায়। একইসাথে অ্যাপলের ম্যাক ওএস এর নতুন সংস্করণের কনজিউমার সংস্করণ রিলিজ এবং নতুন ম্যাকবুক লাইনআপও ঘোষণা করা হতে পারে পরবর্তীতে। তবে যত যাই হোক আজকের অনুষ্ঠানে এসকল ডিভাইস ঘোষণা নিয়ে খুব আশা না করাই ভাল। এখন অ্যাপল আজ সত্যিকার অর্থে তার গ্রাহকদের জন্য কি ঘোষণা করে তা আর কয়েক ঘণ্টা পরেই বোঝা যাবে।
৯৯ ডলার দিয়ে আইফোন আসছে !! আজ অ্যাপল ইভেন্টঃ আসতে পারে স্বল্প মূল্যের আইফোন ৫সি'র ঘোষণা !! ৯৯ ডলার দিয়ে আইফোন আসছে !! আজ অ্যাপল ইভেন্টঃ আসতে পারে স্বল্প মূল্যের আইফোন ৫সি'র ঘোষণা !! Reviewed by Bd market on মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৩ Rating: 5

Music

ads 728x90 B
Blogger দ্বারা পরিচালিত.